আওয়ামী লীগ ছাড়া কেউ দেশের মানুষের কথা ভাবে না: শেখ হাসিনা

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০২:১৯ পিএম, ২৩ জুন ২০২২ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ছাড়া দেশের মানুষের কথা কেউ ভাবে না। খালেদা জিয়ার হৃদয়ে পাকিস্তান। এরশাদ, খালেদা সবার জন্ম পাকিস্তানে। এদের সবাইকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত।

বৃহস্পতিবার দলের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার গঠন করার পরই ’৫২ ভাষা আন্দোলনকে শহীদ দিবস ঘোষণা করে। আওয়ামী লীগ মানেই বাংলাদেশ।

‘‘নির্বাচন নামক প্রহসন জিয়াউর রহমানের আমল থেকে শুরু। মুষ্টিমেয় চাটুকারদের দল জিয়ার পদলেহন করতে ছুটে গেছে কিন্তু জনগণ কোনোদিন দলছুট হয় নাই; জনগণ সবসময় আওয়ামী লীগের সাথে ছিলো।’’

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, ‘একটা প্রদেশকে রাষ্ট্রে উন্নীত করে এই দেশের স্বাধীনতা দিয়েছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশী-বিদেশী ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুকে যখন বাঙালির মন থেকে মুছে ফেলা যাচ্ছিলো না তখনই ’৭৫ এর আঘাত এসেছে।

বন্যার সাথে আমাদের বসবাস করতে হবে। সেটা মোকাবেলা করেই ২৫ তারিখ দেশের সব থেকে বড় অর্জন পদ্মা সেতু উদ্বোধন করা হবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত বন্যায় কোনো মানুষের পাশে নেই বিএনপি। এক মুঠ খাবার না দিয়ে ঢাকায় বসে বড় বড় কথা বলছে বিএনপি। পদ্মা সেতু নিয়ে বিএনপি কি করে বড় কথা বলে? যে দলটির আপাদমস্তক দুর্নীতির দায়ে আবদ্ধ।’

‘‘দেশে গুম খুন আসে জিয়াউর রহমানের হাত ধরে। সরকার তারেক জিয়াকে দেশে আসতে দেয় না এটা বিএনপির মিথ্যাচার। তারেক জিয়া স্বেচ্ছায় মুচলেকা দিয়ে এই দেশ ছেড়ে গেছে। সরকার তাকে দেশ ছেড়ে যেতে বলেনি।’’

খালেদা জিয়া আর তার পুত্র বারবার আমাকে হত্যার চেষ্টা করেছে- জানিয়ে প্রধানমন্ত্রী আরো বলেন, ‘বিএনপির আমলে ফালুর জন্য কমিশনসহ মা-ছেলেকেও কমিশন দিয়ে কাজ করতে হতো। বিএনপি চোরের দল। চোরের মায়ের বড় গলা।’

‘‘তারেক জিয়ার ’৭৫ এর হাতিয়ার গর্জে উঠার শ্লোগান দেবার কারণ একটায় তার মা খালেদা জিয়া এবং তার বাবা জিয়া পাকিস্তানের দালাল ছিলো। তাদের মুখেই এ কথা মানায়।’’