বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন মো. লিয়াকত আলী মোল্লা

বাণিজ্য ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১১:৫৭ এএম, ২৩ জুন ২০২২ বৃহস্পতিবার

মো. লিয়াকত আলী মোল্লা

মো. লিয়াকত আলী মোল্লা

বাংলাদেশ ব্যাংকের পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন ব্যাংক পরিদর্শন বিভাগ-২ এর অতিরিক্ত পরিচালক মো. লিয়াকত আলী মোল্লা।

লিয়াকত আলী মোল্লা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে অনার্সসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস, ব্যাংক পরিদর্শন বিভাগ, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং ডিপার্টমেন্ট, প্রেষণে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, এক্সপেন্ডিচার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট এবং বাংলাদেশ ব্যাংক চট্টগ্রাম অফিসে বিভিন্ন পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

ধর্মীয় এবং পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি বিভিন্ন সময় আন্তর্জাতিক সেমিনার, সভা ও প্রশিক্ষণে অংশগ্রহণের লক্ষ্যে সৌদি আরব, ভারত ও থাইল্যান্ড ভ্রমণ করেন। মো. লিয়াকত আলী মোল্লা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার জেঠুয়ামুড়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।