ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি ৭১’ উদ্বোধন

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২২ জুন ২০২২ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শহিদ বুদ্ধিজীবী অধ্যাপক গোলাম মোস্তফার স্মরণে ও তার সমাধি সংরক্ষণে স্মৃতিস্তম্ভ ‘স্মৃতি ৭১’ নির্মাণ শেষ হয়েছে। তিন লাখ টাকা ব্যয়ে এ স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন।

গত মঙ্গলবার দুপুরে শহরের রঘুনাথপুর এলাকায় নবনির্মিত স্মৃতিস্তম্ভ উদ্বোধন করেন ইউএনও রেজাউল করিম।
 
এ সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইব্রাহীম খান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীমুজ্জামান জুয়েল, সৈয়দপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসাদুজ্জামান, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাবেক সভাপতি মেহের এলাহী, সাধারণ সম্পাদক নুসরত-এ খোদা রানা, সহ-সম্পাদক দুলাল সরকার, অর্থ সম্পাদক বুলবুল আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক তারেক হোসেন প্রমুখ।

১৯৭১ সালের ১৭ এপ্রিল পীরগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক গোলাম মোস্তফাকে শহরের নিজ বাসা থেকে ধরে নিয়ে যায় পাক হানাদার বাহিনী। পরে জামালপুর ইক্ষু খামারে গোলাম মোস্তফাসহ ৭ জনকে নির্মমভাবে হত্যা করে। ১৯৯৩ সালে ডাকবিভাগ তার স্মরণে স্মারক ডাকটিকিট প্রকাশ করে।