শৈশব স্মৃতি

শিল্প ও সাহিত্য ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১২:৪৮ পিএম, ৫ জুন ২০২২ রোববার

প্রতীকী

প্রতীকী

দ্য ব্রাদার্স কারামাজভ উপন্যাসের শেষ অধ্যায়ে আলিওশার বক্তৃতা:

“আমার প্রিয় সন্তানেরা, সম্ভবত আমি তোমাদেরকে যা বলছি, তা তোমরা বুঝতে পারছ না। কারণ, আমি প্রায়ই খুব অস্পষ্টতার সাথে কথা বলে থাকি। তবে আমি নিশ্চিত যে, আমার কথাগুলো তোমাদের মনে থাকবে এবং কোনো না কোনো সময়ে তোমরা আমার সাথে একমত হবে। তোমাদের অবশ্যই জানা উচিৎ যে, ভবিষ্যৎ জীবনের মঙ্গল ও সামগ্রিক পূর্ণতার জন্যে সুন্দর স্মৃতির চেয়ে উচ্চতর ও শক্তিশালী আর কিছু নেই। বিশেষ করে সেই স্মৃতি যদি তোমার শৈশব ও বাড়ির হয়ে থাকে।”

“লোকজন তোমাদেরকে তোমাদের শিক্ষা নিয়ে অনেক কথা বলবে। কিন্তু শৈশবের কিছু ভালো ও পবিত্র স্মৃতিই শুধুমাত্র সম্ভবত আমাদের জন্যে সর্বশ্রেষ্ঠ শিক্ষা। একজন মানুষ যদি এই ধরনের অনেক স্মৃতির অধিকারী হয়, তাহলে জীবনের শেষ দিনগুলোতে সে নিরাপদ থাকবে। এমনকি কারো যদি তার হৃদয়ে একটা ভালো স্মৃতিও অবশিষ্ট থাকে, তাহলে সেই স্মৃতিই তার বেঁচে থাকার অবলম্বন হতে পারে...
আমার সন্তান ও বন্ধুরা, জীবনকে কখনো ভয় পেয়ো না! জীবন আসলেই আনন্দময়  হয়ে থাকে যখন তোমরা ভালো ও সঠিক কিছু করো!”