নওগাঁর রাণীনগরে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান শুরু

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০৩:২৪ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নওগাঁর রাণীনগরে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। এবার এ উপজেলা থেকে ৫ হাজার ৪৩৫ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করা হবে।

গত বুধবার সকালে উপজেলা খাদ্য গুদাম প্রাঙ্গণে এ অভিযান উদ্বোধন করেন নওগাঁ-৬ আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল।

এ সময় রাণীনগরের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আমিনুল কবির, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হেলাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান জারজিস হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন, সাধারণ সম্পাদক সীতানাথ ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, এবার রাণীনগরে সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ২৭ টাকা হিসেবে ২৫৮০ মেট্রিক টন ধান ও মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪০ টাকা হিসেবে ২৮৫৫ মেট্রিক টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।