কিডনি ও লিভার ভালো রাখে তেঁতুল

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১২:০১ পিএম, ১৪ মে ২০২৪ মঙ্গলবার

কিডনি ও লিভার ভালো রাখে তেঁতুল

কিডনি ও লিভার ভালো রাখে তেঁতুল

তেঁতুল বৃহৎ ও সুদৃশ্য চিরসবুজ বৃক্ষ। এর বৈজ্ঞানিক নাম Tamarindus indica। এটি Fabaceae পরিবারের Tamarindus গণের অন্তর্ভুক্ত টক জাতীয় ফলের গাছ। এই গাছ প্রায় ২৪ মিটার পর্যন্ত লম্বা হয়। কাণ্ডের বেড় প্রায় ৭ থেকে ৮ মিটার পর্যন্ত হতে পারে। যৌগিক পাতা চিরুনির মতো ছোট ছোট করে সাজানো থাকে, ফুলের রং হালকা বাদামি বা হলুদ লালচে দাগ থাকে। ফুলে পাপড়ি ৫টি।

তেঁতুল ফল লম্বায় ১৫ থেকে ২০ সেন্টিমিটার কাস্তের মতো বাঁকা ও সোজাও দেখতে পাওয়া যায়। গাছের ডালে থোকা থোকা তেঁতুল পাকে ফাল্গুন-চৈত্রে। ঘ্রাণ টক-মিষ্টি। পাকা তেঁতুলের খোসা মচমচে এবং ভেতরে পুরু শাঁস থাকে। তেঁতুল কাঁচা থাকলে সবুজ এবং পাকলে বাদামি রঙের হয়। প্রতি ফলে ৫ থেকে ১২টি বীজ থাকে, বীজের রং খয়েরি। বাংলাদেশের প্রায় সব জেলাতেই কম বেশি তেঁতুল গাছ জন্মে। তেঁতুল গাছের ছাল,পাতা,কাঁচা ও পাকা ফলের বীজের খোসা ও শাঁস নানা ঔষধে ব্যবহৃত হয়। 

উপকারিতা:

১. তেঁতুল অ্যালার্জি প্রতিরোধক হিসেবে কাজ করে। যার ফলে তেঁতুল খেলে কাশ, সর্দি ভালো হয়।
২. তেঁতুলে উচ্চ পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট আছে যা কিডনি ফেলিওর এবং কিডনি ক্যান্সার রোধ করতে সাহায্য করে।
৩. তেঁতুল ওজন কামাতে সাহায্য করে।
৪. তেঁতুল খেলে আমাদের লিভার বা যকৃৎ ভালো থাকে।
৫. তেঁতুল খেলে ত্বক উজ্জ্বল থাকে। কারণ এতে থাকা হাইড্রক্সি অ্যাসিড ত্বককে ভালো রাখে।
৬. বাতের জন্য হাঁটু ফুলে গেছে চলতে হচ্ছে, তাহলে তেঁতুল পাতা সেদ্ধ করে বেটে অল্প গরম অবস্থায় লাগালে উপকার হয়।
৭. প্রস্রাবের জ্বালা হলে তেঁতুল পাতার রসের সাথে মিছরি মিশিয়ে খেলে উপকার পাওয়া যায়।
৮. আমবাত হলে তেঁতুলের শাঁস পানি দিয়ে অল্প বেটে গায়ে মেখে ১০ মিনিট রাখলে আমবাত ভালো হয়।
৯. তেঁতুল পাতা সেদ্ধ করে সেই পানি দিয়ে কুলকুচি করলে মুখের ক্ষত ভালো হয়।
১০. পাকা তেঁতুল রাতে ভিজিয়ে রেখে সকালে তেঁতুল না চটকে শুধু পানি খেলে হাত পায়ের জ্বালা কমে যাবে।