আনন্দ ভ্রমণ

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০২:৪৮ পিএম, ২৪ এপ্রিল ২০২৪ বুধবার

আনন্দ ভ্রমণ

আনন্দ ভ্রমণ

“আমি ভ্রমণ করছি নিজের মধ্যে। রক্ত যেভাবে শিরার মধ্যদিয়ে প্রবাহিত হয়, তেমনি করে আমি আমার অন্তর্গত সত্তাকে দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি এবং এই ভ্রমণযাত্রায় হুমকি বলে মনে হয় কেবল আমার হৃদয়ের ভয়ের প্রতিধ্বনিকে।

ওপারে কী আছে সেটা আমার জন্যে কোনো ব্যাপার নয়। এমনকি আমাকে যদি অন্ধকার অতিক্রম করতে হয় অথবা যদি পথে ভূত বা দৈত্যের সঙ্গেও মুখোমুখিও হতে হয়, তাহলেও আমার কিছু যায় আসে না।

আমি জানি না পথের শেষে আমার জন্যে কী অপেক্ষা করছে, কিন্তু আমার শরীরে শক্তি ও দেখতে পারার মতো মনের স্বচ্ছতা আছে। এটাই আমার ভ্রমণ এবং পথ চলাতেই আমার আনন্দ।”