কবিতা পর্ব : রোদ বদল

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ০২:৩৫ পিএম, ১৮ মার্চ ২০২৪ সোমবার

কবিতা পর্ব : রোদ বদল

কবিতা পর্ব : রোদ বদল

রোদ বদল

রোদের কাছে দিন বদলের গান শিখে,
ছেলেটা অন্তর্গত বেদনা ভুলতে চায়।
তারপর,
তোমার কাছে দুঃখের ঝাপি খোলে!
আদতে,
বেদনা এবং তোমার থেকে তার মুক্তি নাই।
সেটা অবশ্য কে কবে পেয়েছে বলো?

****