গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩১১৮৪

নিউজ ডেস্ক

সবার আগে সব খবর

প্রকাশিত : ১০:৫১ এএম, ১৩ মার্চ ২০২৪ বুধবার

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩১১৮৪

গাজায় ইসরায়েলি হামলায় নিহত বেড়ে ৩১১৮৪

গাজায় ইসরায়েলি বাহিনীর চালানো তাণ্ডবে গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৩১ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। প্রতিদিনই ইসরায়েলি হামলায় নিরীহ ফিলিস্তিনিদের রক্ত ঝরছে।হামাসের বিরুদ্ধে কেন অভিযান চালানো হচ্ছে সে বিষয় পুনর্ব্যক্ত করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। রাফায় ‌‌‘অভিযান শেষ করতে’ স্থল বাহিনী দিয়ে আক্রমণ চালানো হয়েছে।

এদিকে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র বলছে, সেখানে আশ্রয় নেয়া ১০ লাখেরও বেশি বেসামরিক নাগরিককে রক্ষা করার জন্য কোনো বিশ্বাসযোগ্য পরিকল্পনা নেই।

অধিকৃত পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরের কাছে ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সেনাদের মধ্যেও তীব্র লড়াই চলছে। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী তিন ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে গুলি করে হত্যা করেছে। নিহতদের মধ্যে এক কিশোরও ছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে কমপক্ষে ৩১ হাজার ১৮৪ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ৭২ হাজার ৮৮৯ জন।

গত ৭ অক্টোবর ইসরায়েলে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরই পর গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। হামাসকে নির্মূলের অজুহাতে গাজার বিভিন্ন স্থানে হামলা চালিয়ে প্রতিদিন শত শত ফিলিস্তিনিকে নির্বিচারে হত্যা করা হচ্ছে।