দুই ট্রেন পাশাপাশি হতেই বাবা-ছেলের বিরল মুহূর্ত ফ্রেমবন্দি
সোশ্যাল মিডিয়া ডেস্ক

সেই বিরল মুহূর্ত ক্যামেরাবন্দি করেছে ছেলে
জীবনের এক এক সময় কিছু মুহূর্ত আসে টাকার বিচারে যার কোনো মূল্য হয় না। তেমনই কিছু ছবি যার কাছে কোটি টাকাও তুচ্ছ মনে হবে। তেমনই এক মুহূর্তের মুখোমুখি হয়েছিলেন এক বাবা এবং তার ছেলে।
বাবা-ছেলে দু’জনেই রেলকর্মী। বাবা রেলের গার্ড। আর ছেলে টিকিট পরীক্ষক। বাড়িতে দু’জনেরই দেখা হয় ঠিকই। কিন্তু কর্মসূত্রে দু’জনের একসঙ্গে সাক্ষাৎ হয় না বললেই চলে। আর সেই অমূল্য মুহূর্ত চলে এল একদিন। আর সেই মুহূর্তটাকে আজীবন ধরে রাখার সুযোগ হাতছাড়া করলেন না ছেলে।
বাবা-ছেলে দু’জনেই কাজে ছিলেন। কাকতালীয় ভাবে, দু’জনের ট্রেনই একই সময়ে পরস্পরের বিপরীত মুখে যাচ্ছিল। বাবা যে ট্রেনে ছিলেন, সেই ট্রেনের গার্ডের কামরা, আর ছেলে যে কামরায় ছিলেন সেই কামরা পাশাপাশি আসতেই চলন্ত ট্রেন থেকেই বাবার সঙ্গে নিজস্বী তুললেন ছেলে। যা এক অমূল্য মুহূর্তের সাক্ষী হয়ে রইল।
ছবিটি নেটমাধ্যমে ভাইরাল হতেই এক টুইটার গ্রাহক মন্তব্য করেন, ‘এটি বিশ্বের অন্যতম মূল্যবান সেলফি।’ আর একজন বলেছেন, ‘দুর্দান্ত মুহূর্ত, যা কোনো মূল্য দিয়ে বিচার করা যায় না।’
- দুই ট্রেন পাশাপাশি হতেই বাবা-ছেলের বিরল মুহূর্ত ফ্রেমবন্দি
- শাবনূর-পূর্ণিমার ১০ মিনিটের লাইভ ভাইরাল
- পরীক্ষার হলে ঢুকেই অজ্ঞান ছাত্র, কারণ চারিদিকে এত মেয়ে!
- পিরামিডের সামনে ‘আপত্তিকর’ ফটোশুট, এ যেন ক্লিওপেট্রা
- বিয়ে করেছেন ভাইরাল হওয়া শ্যামল রায়
- মনোমুগ্ধকর ছবিতে দুই পেঙ্গুইন
- মাংস ছেড়ে ঘাস চিবিয়ে খাচ্ছে বাঘ, ভিডিও ভাইরাল
- স্কুলের মাঠে দেখা মিলল উল্কাপিণ্ডের
- আবার আলোচিত সাংবাদিককে খাবার দেয়া শরণার্থী শিশুর সেই ছবি
- সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ‘কাঁচা বাদাম’ গান