শেরপুরে এসএসসিতে পাসের হার ৮৯.১৫ ভাগ
অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত
শেরপুরে চলতি ২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে পাসের হার ৮৯.১৫ ভাগ। এছাড়া জেলার তিনটি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। ২৮ নভেম্বর সোমবার প্রকাশিত ফলাফল পর্যালোচনা ও জেলা শিক্ষা অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, শেরপুর জেলায় এবার ১৬৪ টি প্রতিষ্ঠান থেকে এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ১৪ হাজার ৭২৬ জন। তবে ৫৮৫ জন অনুপস্থিত থাকায় জেলার ১২টি কেন্দ্রে পরীক্ষায় বসেছে মোট ১৪ হাজার ১৪১ জন। এর মধ্যে ১২ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী পাস করেছে। পাসের হার ৮৯.১৫ ভাগ।
এদিকে জেলার তিনটি শিক্ষা প্রতিষ্ঠান এসএসসিতে শতভাগ পাস করেছে। এগুলো হচ্ছে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি, খরখরিয়া শহীদ গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয় ও হরিণধরা উচ্চ বিদ্যালয়। ভিক্টোরিয়া একাডেমিতে ২৩০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৫৭ জন। এছাড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে ২৩২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জেলার সর্বোচ্চ ১৭০ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তবে জিপিএ-৫ এ এগিয়ে থাকলেও এ বিদ্যালয়ে অকৃতকার্য হয়েছে ৫ জন।
বিষয়টি নিশ্চিত করে জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান জানান, জেলায় এসএসসিতে এবার পাসের হার ৮৯.১৫ ভাগ, যা ময়মনসিংহ বিভাগের দ্বিতীয় সর্বোচ্চ।
- শেরপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ করে সফলতা
- ঈদের আগেই উদ্বোধন হবে ঝালকাঠির কচুয়া-বেতাগী ফেরি
- বড়শিতে ধরা পড়ল ৩০ কেজির কাতল
- শেরপুরে ‘কালো ধান’ চাষ করে সফল উদ্যোক্তারা
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- করোনার সংক্রমণের ক্ষমতা আরো বেড়েছে
- কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাদকবিরোধী ১৮ কিলোমিটার পদযাত্রা
- ময়মনসিংহ সেরা সাংবাদিক সম্মাননা পেলেন মোঃ রইছ উদ্দিন
- যোগদান করেই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস
- মেয়র টিটু‘র মতামত প্রকাশে নগরবাসীর অকুন্ঠ সমর্থন ও স্বস্তি