এমবাপ্পে যুগে প্রবেশ করছে ফরাসিরা
স্পোর্টস ডেস্ক

কিলিয়ান এমবাপ্পে
উগো লরিস অবসরে চলে যাওয়ায় এখনও কাউকে অধিনায়ক করেনি ফ্রান্স। কোচ দিদিয়ের দেশমও আনুষ্ঠানিকতার আগে কিছুই বলতে চাচ্ছেন না। তবে ফরাসি দলের সূত্রের বরাত দিয়ে জানা গেছে নেতৃত্বে কিলিয়ান এমবাপ্পে যুগে প্রবেশ করছে ফরাসি দল।
জানা গেছে, পিএসজি তারকা জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার প্রস্তাব গ্রহণ করেছেন। তার আগে দেশমের সঙ্গে আলোচনা করে সব কিছু পাকাপোক্তও করে নেওয়া হয়েছে।
জাতীয় দলে এমবাপ্পেকে কেন্দ্র করেই যেহেতু ফরাসীরা আক্রমণের পসরা সাজায়। তাই এমবাপ্পের হাতে নেতৃত্ব-ভার থাকাটা অবিশ্বাস্য নয়। এরই মধ্যে পিএসজিতে ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পালন করছেন। সর্বশেষ গত রবিবার অধিনায়ক ব্রাজিলের মার্কুইনহোসের অনুপস্থিতিতে দায়িত্ব সামলেছেন। যদিও ওই ম্যাচে রেনের কাছে হার দেখেছে পিএসজি। সব কিছু ঠিক থাকলে ফ্রান্সের অধিনায়ক হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট শুক্রবার। ইউরো বাছাইয়ে সেদিন নেদারল্যান্ডসের মুখোমুখি হবে ফ্রান্স।
লরিসের নেতৃত্বে ২০১৮ বিশ্বকাপ জিতলেও কাতার বিশ্বকাপে রানার্স আপ হয়েছে ফরাসিরা। যার এক মাস পর গত জানুয়ারিতে লরিস আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন। ৩৬ বছর বয়সী প্রায় দশ বছর ফরাসিদের নেতৃত্ব দিয়েছেন।
- উত্তপ্ত পিএসজির ড্রেসিং রুম
- সোমবার টিভিতে যত খেলা
- সেই ৮০টি সিম নিলামে তুলছেন নাসির!
- ‘সেদিন তাইজুলের কারণে আমরা বেঁচে গিয়েছিলাম’
- হতাশ নেইমার, চ্যাম্পিয়ন বায়ার্ন
- লিভারপুলকে শিরোপা না দেয়া হবে অবিচার
- দেশের নারী ক্রিকেটে আসছে রদবদল
- শিরোপাজয়ী ইনিংসের ব্যাটটি নিলামে তুলছেন মোসাদ্দেক
- নড়াইলে চুপিসারে অসচ্ছল এক হাজার ক্রীড়াবিদের পাশে মাশরাফী
- বার্সাই চায় না মেসি থাকুক!