ময়মনসিংহের গৌরীপুরে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ বাবা-ছেলে, আনন্দের জোয়ার
অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাসিন্দা এখলাছ উদ্দিন নয়ন ৪৫ বছর বয়সে কারিগরি বোর্ডের অধীনে এসএসসিতে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। ছেলে মো. রায়হানও জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।
তিনি উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্যও ছিলেন। বাবা-ছেলের এক সঙ্গে এসএসসি পাসকে কেন্দ্র করে ওই পরিবার এখন আনন্দের জোয়ারে ভাসছে। এছাড়াও তাদের এমন সাফল্যের খবর ছড়িয়ে পড়লে সোমবার বিকেল থেকে বাড়িতে ভিড় করতে থাকেন স্থানীয়রা। সেই সঙ্গে চলছে মিষ্টি বিতরণ।
এখলাছ উদ্দিন বলেন, ‘শিক্ষার কোনো বয়স নেই। আমার আগ্রহ ছিল লেখাপড়া করার। সেই আগ্রহ থেকেই এই বছর মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউট থেকে পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছি।আমার স্ত্রীর দেয়া উৎসাহ থেকেই পড়াশোনায় মনোযোগী হই। আমার ছেলে আমাকে অনেক সাহায্য করেছে। ছেলে রায়হানও গৌরীপুর টেনকিক্যাল স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে।’
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার মগরাইল আদর্শ কারিগরি ইনস্টিটিউটের অধ্যক্ষ আব্দুল কাইয়ুম জানান, এখলাছ উদ্দিন নয়ন এই প্রতিষ্ঠানের নিয়মিত শিক্ষার্থী। তাকে দেখে এলাকার ছাত্রছাত্রীদের পাশাপাশি অন্যরাও উদ্বুদ্ধ হবে। তিনি প্রমাণ করলেন, শিক্ষার কোনো বয়স নেই।’
- শেরপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ করে সফলতা
- ঈদের আগেই উদ্বোধন হবে ঝালকাঠির কচুয়া-বেতাগী ফেরি
- বড়শিতে ধরা পড়ল ৩০ কেজির কাতল
- শেরপুরে ‘কালো ধান’ চাষ করে সফল উদ্যোক্তারা
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- করোনার সংক্রমণের ক্ষমতা আরো বেড়েছে
- কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাদকবিরোধী ১৮ কিলোমিটার পদযাত্রা
- ময়মনসিংহ সেরা সাংবাদিক সম্মাননা পেলেন মোঃ রইছ উদ্দিন
- যোগদান করেই দুই কর্মকর্তাকে চাকরিচ্যুত করলেন মেয়র তাপস
- মেয়র টিটু‘র মতামত প্রকাশে নগরবাসীর অকুন্ঠ সমর্থন ও স্বস্তি