নেত্রকোণার পূর্বধলা উপজেলাকে “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত
অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত
নেত্রকোণার পূর্বধলা উপজেলাকে “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটি, জনপ্রতিনিধি রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকবৃন্দের সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাহিদ হাসান প্রিন্স’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জিনিয়া জামান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ অফিসার এম এ আব্দুল আওয়াল, পূর্বধলা থানার ওসি (তদন্ত) মোঃ মাসুদ হাওলাদার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মফিজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মহিবুল্লাহ হক লালন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আলম তালুকদার, পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর মেডিকেল অফিসার ডা. মমতাজ সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আনিছুর রহমান খান, পূর্বধলা প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল আলম শাহিন, পূর্বধলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জায়েজুল ইসলাম প্রমুখ।
এছাড়াও সভায় ইউপি চেয়ারম্যান, ইউপি উপ-সহকারী ভূমি কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। এসময় বক্তারা সভায় দায়িত্বসমূহ নিয়ে আলোচনা এবং পূর্বধলা উপজেলাকে “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে বিভিন্ন ধরনের প্রস্তুতি প্রচারণামূলক বিভিন্ন সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা ১৩টি স্থানে বিভিন্ন ধাপে মোট ১২৭টি পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।
- শেরপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ করে সফলতা
- ঈদের আগেই উদ্বোধন হবে ঝালকাঠির কচুয়া-বেতাগী ফেরি
- বড়শিতে ধরা পড়ল ৩০ কেজির কাতল
- শেরপুরে ‘কালো ধান’ চাষ করে সফল উদ্যোক্তারা
- নেত্রকোণার পূর্বধলা উপজেলাকে “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত
- দেশের চাহিদা পূরণে সক্ষম ময়মনসিংহের ফুলবাড়িয়ার হাতে তৈরি লাল চিনি
- ময়মনসিংহ সেরা সাংবাদিক সম্মাননা পেলেন মোঃ রইছ উদ্দিন
- কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাদকবিরোধী ১৮ কিলোমিটার পদযাত্রা
- শেরপুরে একই পরিবারের ৭ জনই গ্রহণ করেছেন ইসলাম ধর্ম
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাজার মনিটরিং শুরু