সুবিধাবঞ্চিত শিশুরাও স্মার্ট বাংলাদেশের অংশীদার: ডেপুটি স্পিকার
নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল আলম টুকু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। সকল শিশুই এই স্মার্ট বাংলাদেশের অংশীদার। তাদেরকেও এর আওতায় আনতে হবে। তাই নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের স্মার্ট বাংলাদেশের আওতায় আনতে ‘পার্লামেন্টারি আরবান ককাস’ একটি সময়োপযোগী উদ্যোগ।
সোমবার নগরীর সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় ‘সংসদীয় আরবান ককাস’ গঠিত হয়। আন্তর্জাতিক শিশু উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে পার্লামেন্ট মেম্বার্স ক্লাব সভাকক্ষে আয়োজিত ককাস গঠন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, নগরীর পিছিয়ে পড়া, সুবিধাবঞ্চিত ও বস্তিবাসী শিশুদের মধ্যেই হয়তো লুকিয়ে আছে ভবিষ্যৎ বাংলাদেশের সুযোগ্য নেতৃত্ব। অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার মাধ্যমে তাদেরকেও স্মার্ট বাংলাদেশের আওতায় আনতে হবে। এ ব্যাপারে জনপ্রতিনিধিদের আরো যত্নশীল হতে হবে।
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পরিচালক (অপারেশনস) সাগর মারান্ডীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন রানা মোহাম্মদ সোহেল এমপি এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর উপ-পরিচালক মঞ্জু মারিয়া পালমা।
নবগঠিত সংসদীয় আরবান ককাসের কোর সদস্যরা হলেন- উপদেষ্টা: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল আলম টুকু; সভাপতি: রানা মোহাম্মদ সোহেল এমপি; সহ-সভাপতি: আদিবা আনজুম মিতা এমপি; সহ সভাপতি: রুবিনা আক্তার মিরা এমপি; সদস্য সচিব: আরমা দত্ত এমপি; সদস্য: সিমিন হোসনে রিমি এমপি; জুয়েল আরেং এমপি; শবনম জাহান শীলা এমপি; শিরীন আহমেদ এমপি; শামসুন নাহার এমপি; হাবিবা রহমান খান এমপি এবং বাসন্তী চাকমা এমপি।
- পদ্মা সেতুতে স্বয়ংক্রিয়ভাবে টোল আদায় হবে মাত্র তিন সেকেন্ডে
- পদ্মা সেতুর তেলেসমাতি: শরীয়তপুরের জমি এখন স্বর্ণ
- স্বপ্ন পূরণের দ্বারপ্রান্তে বঙ্গবন্ধু টানেল
- কালনা সেতু: দেশের প্রথম ৬ লেনের সেতু
- পদ্মাসেতুর কারণে কমছে দুরত্ব, ভোগান্তি ও ভাড়া
- মাত্র ৭ থেকে ৮ মিনিটেই পদ্মার এপার ওপার
- পদ্মাসেতুর টোলসহ ১৩ রুটের বাস ভাড়া নির্ধারণ করেছে বিআরটিএ
- দেশি রড, বালু ও সিমেন্টে নির্মাণ হয়েছে পদ্মা সেতু
- ১৫ জুনের মধ্যেই পুরো প্রস্তুত হবে পদ্মা সেতু
- টানেলের নিরাপত্তায় পদ্মা সেতুর মতো দুই প্রান্তে হচ্ছে দুটি নতুন থানা