সৎ বোন নাকি প্রেমিকা, দু’বছরের সম্পর্কের কীভাবে মিলবে উত্তর?
সোশ্যাল মিডিয়া ডেস্ক

এই সেই দুই তরুণী
দু’বছর ধরে সম্পর্কে লিপ্ত দুই তরুণী। হঠাৎ জানতে পারলেন, একই ব্যক্তির সঙ্গে সম্পর্কে ছিলেন দু’জনের মা। অর্থাৎ তাদের দু’জনের বাবা একই ব্যক্তি। এবার কী করবেন তারা? তারা নিজেদের দুই প্রেমিকা নাকি দুই বোন বলবেন!
আমেরিকার এই দুই তরুণীর নাম মার্সিডিজ এবং কার্লে। যুগলে নেটমাধ্যমে নিজেদের এই সমস্যার কথা জানিয়েছেন। কতটা জটিলতায় পড়েছেন তারা, সে কথাও বলেছেন দুই তরুণী। প্রশ্ন তুলেছেন, এরপরও একসঙ্গে থাকলে কি তা ভুল হবে, নাকি আগের মতোই সম্পর্কে থাকতে পারেন তারা!
দুই ‘বোনের’ কাহিনি পড়েছেন অনেকেই। দেখেছেন, কীভাবে নিজেদের সম্পর্ক নিয়ে চিন্তা বাড়ছে দু’জনের মধ্যেই। তাই কারো কারো মত, একটি ডিএনএ পরীক্ষা করিয়ে নেয়াই শ্রেয়। তবে আর মনের মধ্যে কোনো সংশয় থাকবে না। ডিএনএ পরীক্ষার ফল কী আসে, সেই মতো ঠিক করতে পারবেন মার্সিডিজ আর কার্লে, এরপর কোন সম্পর্কে জোর দিতে চান তারা। তার উত্তরে দুই তরুণীর বক্তব্য, ‘আমাদের খুব ভয় করছে।’
আর এক নেটাগরিক আবার লিখেছেন অন্য একটি কথা। তার বক্তব্য, ‘আমি জানতাম না তোমরা কারা। কিন্তু তোমাদের সম্পর্কের কথা পড়ার আগেই ছবি চোখে পড়ল। প্রথমে দেখেই মনে হয়েছে, তোমরা দুই বোন।’
তবে এসব চিন্তার থেকে বেরিয়ে এসে আগের মতো দিনযাপনের পরামর্শও দিয়েছেন কেউ কেউ। এক ব্যক্তি লিখেছেন, ‘কিছু কথা না জানলেও চলবে। নিজেদের মতো করে ভালো থাকো।’
- দুই ট্রেন পাশাপাশি হতেই বাবা-ছেলের বিরল মুহূর্ত ফ্রেমবন্দি
- গ্রীষ্মের সকালে হঠাৎ শিশির-কুয়াশা!
- পদ্মায় জেলেদের জালে ধরা পড়লো বিরল প্রজাতির ডলফিন
- পিরামিডের সামনে ‘আপত্তিকর’ ফটোশুট, এ যেন ক্লিওপেট্রা
- এবার ঈদ বাজার কাঁপাবে ‘করোনা থ্রি-পিস’
- বিয়ে করেছেন ভাইরাল হওয়া শ্যামল রায়
- কোভিড সংক্রান্ত ভুল তথ্য ঠেকাবে ফেসবুক
- মাংস ছেড়ে ঘাস চিবিয়ে খাচ্ছে বাঘ, ভিডিও ভাইরাল
- স্কুলের মাঠে দেখা মিলল উল্কাপিণ্ডের
- মনোমুগ্ধকর ছবিতে দুই পেঙ্গুইন