ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৭ ১৪৩০

শেরপুরে ৩ দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১১:৩৩, ১৯ সেপ্টেম্বর ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার দিবস উপলক্ষে শেরপুরে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা উদ্বোধন করা হয়েছে। 

ডিসি উদ্যান প্রাঙনে অনুষ্ঠিত এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম। 

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার সাম্মী, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ তোফায়েল আহম্মেদ, শেরপুর পৌরসভার মেয়র গোলাম কিবরিয়া লিটন, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, সদর উপজেলার চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, ডা. মোবারক হোসেন, শেরপুর প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম আঁধার প্রমুখ বক্তব্য রাখেন। 

এ সময় সদর উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

মেলায় সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের উন্নয়ন কার্যক্রম তুলে ধরে ২৫টি স্টল বসানো হয়।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়