যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে : মিথিলা
নিউজ ডেস্ক
যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে : মিথিলা
আলোচিত-সমালোচিত অভিনেত্রী রাফিয়াত রশীদ মিথিলা। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত থাকা অবস্থায় ফ্যাশন হাউস নীলাঞ্জনা পল্লীর সাথে মডেলিং কর্মজীবন শুরু করেছিলেন।টেলিভিশন নাটক ‘শুনছেন একজন রেডিও জকির গল্প’ তে কাজের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করে ভ্ক্ত-অনুরাগীদের মনে জায়গা করে নিয়েছেন।
বাংলাদেশের বন্যা পরিস্থিতিসহ অন্যান্য বিষয় নিয়ে গণমাধ্যমে এক সাক্ষাৎকার দিয়েছেন রাফিয়াত রশীদ মিথিলা। বাংলাদেশটা সাম্যের হোক বলে মিথিলা বলেন, ‘ধর্ম-বর্ণ নির্বিশেষে বন্যার এই সময়টাতে সবাই বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন। আমি সাধ্যমতো যতটুকু পারছি অসহায় বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছি। যখনই বন্যা হয়, চেষ্টা করি কিছু করতে এবারও করছি।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘আমরা সমর্থন করেছি, তাদের পাশে থেকেছি। শিক্ষার্থীরা মূল আন্দোলনটা করেছেন, ধন্যবাদ ও ভালোবাসা পাওয়ার কৃতিত্ব তাদেরই। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে রাস্তায় নেমেছিলেন।’
অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত বলে এ অভিনেত্রী জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের মারা হচ্ছে, এটা দেখে প্রতিবাদ করেছিলেন। সবারই অন্যায় দেখলে প্রতিবাদ করা উচিত। তাহলেই ভালো কিছু হবে বলে তিনি মনে করেন।
এ অভিনেত্রী আরও বলেন, ‘যখন কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয়, তখন আমাদের সংহতি জানানো দরকার। যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে তাহলেই দেশটা সুন্দর হবে। আমার প্রত্যাশা হচ্ছে-অন্যায় যেন না হয়। বিনাকারণে মানুষ যেন আর মারা না যায়। ক্ষমতার অপব্যবহার যেন না হয়। সাম্যের দেশ হোক। সবাই যেন সমান অধিকার পাই।’
উল্লেখ্য, ব্যক্তিগত জীবনে মিথিলা প্রথম গায়ক তাহসান রহমান খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ ছিলেন, এই সময়ে ২০১৩ সালে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয়। এরপর তিনি ২০১৯ সালে ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন।
- হায়রে অরুণা বিশ্বাস, চেয়েছিলেন আমাকে গুলি করে দিক?
- দুই ঘণ্টা সময় দিয়ে কাকে হুঁশিয়ার করলেন সোহানা সাবা?
- যেখানে অন্যায়, সেখানেই প্রতিবাদ করতে হবে : মিথিলা
- তিন বিয়ে, নায়কের সঙ্গে লিভ-ইন; সুখের সন্ধান পাননি অভিনেত্রী
- ঐশ্বরিয়ার কাছে কোনটা আগে সংসার নাকি ক্যারিয়ার
- ‘স্বামীর তৃতীয় বিয়ে হলেও কি, আমার তো সমস্যা নেই’
- ওবায়দুল কাদেরকে ঘুম পাড়ানোর বিষয়ে মুখ খুললেন নায়িকা মিতু
- সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন বাংলাদেশি অভিনেত্রী
- বাংলাদেশিরা জীবন বাজি রেখে কাজ করতে পারে : ববিতা
- ‘পুরুষেরা বিয়ের চাপ অনুভব করেন না’