ময়মনসিংহ জেলার গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল আলীর স্মরণ সভা
নিউজ ডেস্ক

ময়মনসিংহ জেলার গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান আব্দুল আলীর স্মরণ সভা
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল আলীর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।গতকাল সোমবার বিকালে স্থানীয় বঙ্গবন্ধু চত্বর কার্যালয়ে আব্দুল আলী ফাউন্ডেশনের উদ্যোগে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সাবেক কৃষি বিষয়ক সম্পাদক হাফিজুর রহমানের সভাপতিত্বে ও বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হেলিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল কালাম আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও মরহুমের বড় ছেলে গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা হেলাল উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ম. নুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, সহনাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহী দাস আচার্য, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফকির দীপু, বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, ডৌহাখলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজিম উদ্দিন, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, গৌরীপুর সরকারি কলেজের জিএস ও মরহুমের ছোট ছেলে মাজহারুল ইসলাম টুটুল প্রমুখ।
এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীবৃন্দ এতে উপস্থিত ছিলেন।আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
- শেরপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ করে সফলতা
- ঈদের আগেই উদ্বোধন হবে ঝালকাঠির কচুয়া-বেতাগী ফেরি
- বড়শিতে ধরা পড়ল ৩০ কেজির কাতল
- শেরপুরে ‘কালো ধান’ চাষ করে সফল উদ্যোক্তারা
- নেত্রকোণার পূর্বধলা উপজেলাকে “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত
- দেশের চাহিদা পূরণে সক্ষম ময়মনসিংহের ফুলবাড়িয়ার হাতে তৈরি লাল চিনি
- ময়মনসিংহ সেরা সাংবাদিক সম্মাননা পেলেন মোঃ রইছ উদ্দিন
- কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাদকবিরোধী ১৮ কিলোমিটার পদযাত্রা
- শেরপুরে একই পরিবারের ৭ জনই গ্রহণ করেছেন ইসলাম ধর্ম
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাজার মনিটরিং শুরু