ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৭ ১৪৩০

বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করার জন্য কাজ করছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৩:০৩, ১৯ সেপ্টেম্বর ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান বলেন, প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলা বাংলাদেশ আজ সারাবিশ্বের কাছে এক উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। তিনি স্বল্পোন্নয়নের দেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করেছেন। এখন তিনি ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ উন্নত দেশে পরিণত করার জন্য কাজ করছেন।

সেবাও উন্নতির দক্ষ রূপকার উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার' এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় শুরু হয়েছে তিন দিনব্যাপী- জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উপলক্ষ্যে উন্নয়ন মেলা।

গতকাল সোমবার (১৮ সেপ্টেম্বর) সকালে বারহাট্টা উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. আশরাফ আলী খান খসরু এমপি।

এসময় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নেত্রকোণা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট অসিত কুমার সরকার সজল, বারহাট্টা উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা, উপজেলা পরিষদ সদস্যবৃন্দ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

মেলায় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে ১৬টি স্টল স্থাপন করা হয়েছে। স্টল পরিদর্শনকালে প্রতিমন্ত্রী উপকারভোগীদের আর্থিক অনুদানের চেক ও গবাদি পশুর জন্য ঔষধ বিতরণ করেন।

সর্বশেষ
জনপ্রিয়