বন্যাকবলিতদের চিকিৎসায় মেডিকেল টিম পাঠালো ঢাকা মেডিকেল কলেজ
নিউজ ডেস্ক
বন্যাকবলিতদের চিকিৎসায় মেডিকেল টিম পাঠালো ঢাকা মেডিকেল কলেজ
ফেনীতে বন্যাদুর্গতদের চিকিৎসার জন্য জরুরি ওষুধসহ ছয় সদস্যের একটি মেডিকেল টিম পাঠিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার বন্যা দুর্গতদের চিকিৎসার জন্য ওষুধসহ ঢাকা মেডিকেল থেকে ফেনীর উদ্দেশ্যে ছয় সদস্যের একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। ছয় সদস্য টিমের মধ্যে রয়েছেন দুজন চিকিৎসক, দুজন নার্স ও দুজন কর্মচারী। বন্যা দুর্গত এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে ফার্স্ট এইড ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্রও পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রয়োজনীয় যেসব ওষুধ দেওয়া হয়েছে সেগুলো হাসপাতালের চিকিৎসক (এমআইএসটি) ও শিক্ষার্থীদের দেওয়া অর্থ দিয়ে কেনা হয়েছে। এর আগে (২৫ আগস্ট) ছয় সদস্যের আরও একটি সদস্যের মেডিকেল টিম পাঠানো হয়েছিল। মূলত সেখানে যারা কাজ করছেন তাদের রিপ্লেসমেন্ট হিসেবে এই ছয় সদস্যের মেডিকেল টিম পাঠানো হয়েছে।
- গ্যাস আমদানির চেষ্টা করছে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ
- পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হবে : বাণিজ্য উপদেষ্টা
- বন্যাকবলিতদের সহায়তায় একদিনের বেতন দিয়েছে ডিএসসিসি
- পুলিশে দুর্নীতি হলে কোনো ছাড় নয় : উপদেষ্টা জাহাঙ্গীর আলম
- প্রধান উপদেষ্টা শিগগির সরকারের রূপরেখা প্রকাশ করবেন : প্রেস সচিব
- বিচারের আগে আওয়ামী লীগের পুনর্বাসন নয় : নাহিদ ইসলাম
- ড. ইউনূসের বিশেষ সহকারী হলেন মাহফুজ আলম
- ৫ জেলার বন্যা পরিস্থিতি স্বাভাবিক, ফেনীসহ ৪ জেলায় উন্নতি
- আজ সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন ড. মুহাম্মদ ইউনূস
- কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ হচ্ছে : পরিবেশ উপদেষ্টা