পিকে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
নিউজ ডেস্ক

পিকে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুদকের মামলায় গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পিকে) হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে মামলার বাদী দুদকের উপপরিচালক সালাউদ্দিন সাক্ষ্য দিয়েছেন।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে তিনি এ সাক্ষ্য দেন। এর মধ্য দিয়ে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হলো।
এদিন কারাগারে আটক চার আসামিকে আদালতে হাজির করা হয়। তাদের উপস্থিতিতে এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়৷ বাদীর জবানবন্দি শেষ হলেও জেরা না হওয়ায় আদালত পরবর্তীতে সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেন।
এ মামলার আসামিরা হলেন- পিকে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় স্বপন কুমার মিস্ত্রি, অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা ও অনিন্দিতা মৃধা। এদের মধ্যে আসামি অবন্তিকা বড়াল, শংখ বেপারী, সুকুমার মৃধা, অনিন্দিতা মৃধা কারাগারে আটক রয়েছে। এছাড়া পিকে হালদারসহ ১০ আসামি পলাতক রয়েছে।
২০২০ সালের ৮ জানুয়ারি পি কে হালদারের বিরুদ্ধে প্রায় ২৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা করে দুদক। এরপর তদন্ত করে দুদক পিকে হালদারসহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
- কুরুচিপূর্ণ তথ্য প্রচার : মেয়র তাপসের মামলার প্রতিবেদন ১৯ মার্চ
- মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতির মামলা চলবে
- ময়মনসিংহে আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্য গ্রেফতার
- পরীমনিকে ধর্ষণ-হত্যাচেষ্টা: জামিন পেলেন নাসির-অমি
- পরীমনি: কখনো বাদী আবার কখনো আসামি
- আগামীকাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করবেন পরীমনি
- কারাগারে থাকতে পারছেন না পরীমনি: পরীমনির আইনজীবী
- ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সেফুদার বিচার শুরু
- মাদক মামলায় পরীমনির জামিন বহাল রেখেছেন আদালত
- আগামীকাল পরীমনির জামিন শুনানি