নড়াইলে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নিউজ ডেস্ক

ছবি: সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী নড়াইলে দিনব্যাপী কর্মসূচির মধ্যদিয়ে উদযাপন করা হচ্ছে। বৃহস্পতিবার সকাল ৭টায় জেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, সহ-সভাপতি ও পৌর মেয়র আঞ্জুমান আরা, কাজী ইসমাইল হোসেন লিটন, জেলা আওয়ামী-লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাবুল কুমার সাহা, যুগ্ম-সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল স্বপন, সদর উপজেলা আওয়ামী-লীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, জেলা আওয়ামী-লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, জাহাঙ্গীর সিকদার, জেলা মহিলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ইসমত আরা, পৌর আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ফরহাদ হোসেন, নড়াইল বঙ্গবন্ধু হকার্স মার্কেটের সাধারণ সম্পাদক মাছুম জমাদ্দারসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে শহরের সুলতান মঞ্চ থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হবে এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে জানান, জেলা আওয়ামী-লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
- শেরপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ করে সফলতা
- ঈদের আগেই উদ্বোধন হবে ঝালকাঠির কচুয়া-বেতাগী ফেরি
- বড়শিতে ধরা পড়ল ৩০ কেজির কাতল
- শেরপুরে ‘কালো ধান’ চাষ করে সফল উদ্যোক্তারা
- নেত্রকোণার পূর্বধলা উপজেলাকে “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত
- ময়মনসিংহ বোর্ডের প্রথম এসএসসি পরীক্ষায় পাশ ৮০.১৩ শতাংশ
- দেশের চাহিদা পূরণে সক্ষম ময়মনসিংহের ফুলবাড়িয়ার হাতে তৈরি লাল চিনি
- করোনার সংক্রমণের ক্ষমতা আরো বেড়েছে
- ময়মনসিংহ সেরা সাংবাদিক সম্মাননা পেলেন মোঃ রইছ উদ্দিন
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাজার মনিটরিং শুরু