ঢাকা, শনিবার   ০৭ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৩ ১৪৩১

নেত্রকোণা জেলার কলমাকান্দায় ২ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:৪৭, ২ সেপ্টেম্বর ২০২৪  

নেত্রকোণা জেলার কলমাকান্দায় ২ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নেত্রকোণা জেলার কলমাকান্দায় ২ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

নেত্রকোণা জেলার কলমাকান্দায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের আয়োজনে ফ্লাট রিকনস্ট্রাকশন এসিস্টেন্স প্রজেক্টের আওতায় দুই দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা সোমবার উদ্বোধন হয়েছে। উক্ত মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান।এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি অফিসার মো. আনোয়ারুল হকের সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ মো. সাইফুল ইসলাম।

এতে প্রধান ও বিশেষ অতিথি ছিলেন ইউএনও আসাদুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. কনিকা সরকার, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল মামুন, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবীদ মেহেদী হাসান অনিক, খারনৈ ইউপি চেয়ারম্যান ওবায়দুল হক ও লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়া। মেলায় বিভিন্ন স্টলে বিভিন্ন প্রজাতির চারাগাছ বিক্রয় হচ্ছে। প্রযুক্তি মেলায় বিপুল পরিমাণ মানুষের সমাগম ঘটেছে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়