ঢাকা, সোমবার   ২৫ সেপ্টেম্বর ২০২৩ ||  আশ্বিন ৯ ১৪৩০

নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

নিউজ ডেস্ক

প্রকাশিত: ২১:১৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩  

নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

নেত্রকোণার কেন্দুয়ায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার শেষ দিনে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকাল পাঁচটায় জেলা পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার কাবেরী জালালের সভাপতিত্বে ও উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি আশরাফ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় সমাপনী বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা,সকল সরকারি, বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধি, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ উপজেলার সামাজিক ও সচেতন ব্যক্তিবর্গ ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম তাঁর সমাপনী বক্তব্যে বলেন, স্থানীয় সরকার প্রতিনিধিদের ভুলে গেলে চলবে না যে, জনসাধারণের সেবাই তাদের মূল কাজ। জন সাধারণ যেনো তার প্রাপ্য সেবাটুকু পায়। সে দিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে।

পরিশেষে তিন দিনব্যাপী উন্নয়ন মেলায় অংশগ্রহণকারী ৪১ টি স্টল ও ২৭ টি দপ্তরকে পুরস্কৃত করা হয়। এর আগে কেন্দুয়া ঝংকার শিল্পী গোষ্ঠী এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়