নারী ফুটবল দলকে বীরোচিত সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা
স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত
কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে গত সোমবার স্বাগতিক নেপালকে হারিয়ে প্রথমবারের মতো সাফ নারী চ্যাম্পিয়নশিপ শিরোপা জয় করা বাংলাদেশ ফুটবল দলকে বীরোচিত সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বরণ করে নেয়া হলো। গতকাল বেলা ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে স্পর্শ করে ফুটবল দলকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। তারকারা বিমান থেকে নামার পর বিমানবন্দরের ভেতরে ও বাইরে অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। ফুটবল দলকে বরণ করে নিতে জড়ো হন হাজার হাজার মানুষ। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল মন্ত্রণালয় ও ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের নিয়ে মেয়েদের বরণ করেন। তিনি সবার গলায় ফুলের মালা পরিয়ে দেন ও মিষ্টিমুখ করান।
ভেতরের আনুষ্ঠানিকতা শেষে বাইরের দৃশ্য ছিল নজিরবিহীন। ক্রীড়ায় এমন দৃশ্য দেশে খুব কমই দেখা গিয়েছে। নানা প্ল্যাকার্ড হাতে স্লোগান দেন সমর্থকরা। সুসজ্জিত ব্যান্ড দল ‘জয় বাংলা, বাংলার জয়’ গান বাজাচ্ছিল। বিকেএসপি থেকেও একটি দল খেলোয়াড়দের বরণ করে নিতে আসে। ফুটবলারদের জন্য বাইরে তৈরি ছিল বিআরটিসির ডাবল ডেকার ছাদ খোলা বাস। এ বাসের দেয়ালে চ্যাম্পিয়ন দলের শিরোপা উদযাপনের বিশাল ছবির সঙ্গে লেখা ছিল গৌরবের শব্দটি—‘চ্যাম্পিয়ন’। ছাদ খোলা বাসে করে নানা পথ ঘুরে মতিঝিল বাফুফে ভবন পর্যন্ত নিয়ে আসা হয় ফুটবল দলকে। যাত্রাপথে দুপাশে ফুটবল অনুরাগী মানুষজন দেশের জন্য গৌরব বয়ে আনা তারকাদের হাত নেড়ে অভিবাদন জানান। বনানীর মতো এলাকায় রাস্তার পাশে ভিআইপি অনেক ব্যক্তিকেও ফুটবল দলকে অভিনন্দন জানাতে অপেক্ষা করতে দেখা যায়। তাদের মধ্যে উল্লেখযোগ্য বরেণ্য শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল। বাফুফে ভবনে সভাপতি কাজী সালাউদ্দিন ফুটবল দলকে বরণ করে নেন। নিজেদের অঙ্গীকার পূরণ করেছেন সাবিনা, কৃষ্ণা, মারিয়া, সানজিদা ও মাসুরারা। এবার দেশের সরকার এবং ফুটবল ও ক্রীড়াঙ্গনের কর্মকর্তাদের অঙ্গীকার পূরণের পালা। তার প্রথম ধাপ ছিল তাদের বীরোচিত সংবর্ধনায় বরণ করে নেয়া। বিমানবন্দরে ছোট্ট সংবাদ সম্মেলনে অধিনায়ক সাবিনা খাতুন বলেছেন, আমাদের এত সুন্দরভাবে বরণ করে নেয়ার জন্য আমরা অনেক কৃতজ্ঞ। আমরা অনেক গর্বিত। দেশকে যারা গৌরবান্বিত করেছেন, মানুষকে আনন্দের উপলক্ষ তৈরি করে দিয়েছেন তাদের কিছু পাওয়ার পালা এবার। গতকালই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাফজয়ী ফুটবল দলের জন্য ৫০ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে। বাংলাদেশ দলের জন্য ‘দেয়াল’ হয়ে দাঁড়ানো রূপনা চাকমার ভাঙা ঘর পাকা করে দেয়ার ঘোষণা এসেছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। এরপর হয়তো বাফুফে, অলিম্পিক অ্যাসোসিয়েশন কিংবা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে আসবে পুরস্কারের ঘোষণা। ফাইনালে খেলা ১৪ জনের মধ্যে ১৩ জনই ছিল বসুন্ধরা কিংস নারী দলের! তাদের সবাইকে সংবর্ধনা দেয়ার ঘোষণা দিয়েছে ধনী এ ক্লাবটি। নিশ্চিতভাবেই সেখানে আর্থিক প্রণোদনাও থাকবে।
- উত্তপ্ত পিএসজির ড্রেসিং রুম
- ফিফা সেরা র্যাংকিংয়ে আর্জেন্টিনা, শীর্ষে ব্রাজিল
- যে একাদশ নিয়ে জাপানের বিপক্ষে মাঠে নেমেছে ব্রাজিল
- ব্রাজিল ও আর্জেন্টিনা ম্যাচের তারিখ চূড়ান্ত
- আর্জেন্টিনা কাউকে ভয় পায় না: এমিলিয়ানো মার্টিনেজ
- একী কান্ড, খুশিতে কাকে জড়িয়ে ধরলেন মেসি!
- মেসি আমাকে খুন করতে চেয়েছিল: পেরেদেস
- ডি মারিয়ার গোলে এগিয়ে আর্জেন্টিনা
- মালদ্বীপে দাবাড়ু খুশবুর স্বর্ণ জয়
- বাংলা টাইগার্সের নেতৃত্বে সাকিব