ঢাকা, মঙ্গলবার   ০৫ ডিসেম্বর ২০২৩ ||  অগ্রাহায়ণ ২১ ১৪৩০

ট্রফি না পাওয়ার কষ্ট, তাতেই ভারতীয় গণমাধ্যমে ঝড়!

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১১:৫১, ২০ নভেম্বর ২০২৩  

ট্রফি না পাওয়ার কষ্ট, তাতেই ভারতীয় গণমাধ্যমে ঝড়!

ট্রফি না পাওয়ার কষ্ট, তাতেই ভারতীয় গণমাধ্যমে ঝড়!

সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপে শুরু থেকে একটিও ম্যাচ হারেনি স্বাগতিক ভারত। তবে ফাইনালে গিয়ে প্রথম হারের স্বাদ পায় তারা। সেই হারে কাল হলো তাদের। প্রায় এক যুগ পর ফাইনালে গিয়ে ট্রফি শূন্য হয়ে ফিরতে হলো তাদের। ভারতের এই হারের দেশটির গণমাধ্যমে বয়ে যাচ্ছে নানা রকমের ঝড়। 

পশ্চিমবঙ্গের গণমাধ্যম আনন্দবাজার  ফাইনাল ম্যাচে হারের পেছনে দায়ী করেছে ৫ ক্রিকেটারকে। অধিনায়ক রোহিত শর্মা কেন অশ্বিনকে খেলাননি সেই প্রশ্ন তুলেছে তারা। এছাড়া যেভাবে তিনি আউট হয়েছেন তার সমালোচনাও করেছে পত্রিকাটি। কাঠগড়ায় তুলেছে লোকেশ রাহুল আর শ্রেয়াশ আইয়ারকেও। রাহুল খেলেছেন ধীরগতির ইনিংস আর ফাইনালে অল্পেই আউট হয়েছেন আইয়ার। 

এনডিটিভিও তাদের প্রতিবেদনে খানিকটা দায় চাপিয়েছে অধিনায়ক রোহিতের উপরেই। ওয়ানডেতে টানা ব্যর্থতার পরেও সূর্যকুমার যাদবকে কেন সমর্থন দেয়া হচ্ছে, তা উঠে এসেছে তাদের আলোচনায়। আবার মোহাম্মদ সিরাজকে বাদ দিয়ে নতুন বলে মোহাম্মদ শামিকে আনার সমালোচনাও করেছে তারা। 

আবার অনেক গণমাধ্যম এসব সমালোচনার বাইরে কেবল নিজস্ব প্রতিবেদনেই শেষ করেছে কাজ। পুরো দেশের নীরবতা যেন ভর করেছে ভারতের আরও কিছু গণমাধ্যমে। ওনেক প্রভাবশালী পত্রিকাতেই ছিল না কোন ম্যাচের পরিপূর্ণ বিশ্লেষণ। 

টাইমস অব ইন্ডিয়া অবশ্য তাদের প্রতিবেদনে অজি ক্রিকেটারদের সাফল্য নিয়েই নিজেদের প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা ট্রাভিস হেডের দুর্দান্ত ইনিংসের কথা লিখেছেন।  

সর্বশেষ
জনপ্রিয়