টরন্টো উৎসবে ‘মুজিব’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত
নিউজ ডেস্ক

টরন্টো উৎসবে ‘মুজিব’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত
৪৮তম টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমাটি। ১৩ সেপ্টেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় বেল লাইট বক্স সিনেমা ৭-এ সিনেমাটির প্রিমিয়ার হয়। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় ও ভারতীয় প্রখ্যাত নির্মাতা শ্যাম বেনেগাল পরিচালিত এই সিনেমায় বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ, শেখ ফজিলাতুন নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, আর নুসরাত ফারিয়া অভিনয় করেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার চরিত্রে। তাজউদ্দীন আহমদের চরিত্রে রিয়াজ আহমেদসহ অনেকেই অভিনয় করেছেন এই চলচ্চিত্রে।
চলচ্চিত্রটির প্রিমিয়ার উপলক্ষে পরিচালক শ্যাম বেনেগাল বলেন, আমি নিশ্চিত শেখ মুজিবুর রহমানের জীবন এবং বাংলাদেশ নামক রাষ্ট্র প্রতিষ্ঠায় তার ভূমিকা সারাবিশ্বের মানুষের অন্তরে প্রতিধ্বনিত হবে।
প্রিমিয়ারে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। বঙ্গবন্ধুর মানুষের জন্য অদম্য ভালোবাসা এবং দেশ ও জনগণের জন্য সর্বোচ্চ আত্মত্যাগের চিত্র তুলে ধরার জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ ও ভারতের সবাইকে তিনি ধন্যবাদ জানান। কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান প্রিমিয়ারপরবর্তী একটি সাক্ষাৎকারে বলেন, কানাডার মাটিতে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মতো একটি আয়োজনে বঙ্গবন্ধুর বায়োপিকের প্রিমিয়ার স্ক্রিনিং তার আত্মস্বীকৃত কুখ্যাত খুনি নূর চৌধুরীকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে বিচারের রায় কার্যকর করতে হাইকমিশনের অব্যাহত প্রচেষ্টাকে বেগবান করবে। বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন এ চলচ্চিত্রটির প্রদর্শনীতে সিনেমাটির কলাকুশলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভারতের ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (এনএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক পৃথুল কুমার বিশ্বব্যাপী দর্শকদের হৃদয় স্পর্শ করবে এমন একটি চলচ্চিত্রটি তৈরির জন্য সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।
অন্যান্য কলাকুশলীসহ চলচ্চিত্রটিতে বঙ্গবন্ধু চরিত্রে রূপায়ণকারী অভিনেতা আরিফিন শুভ ও বঙ্গবন্ধু কন্যা ও বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার চরিত্রের রূপায়ণকারী অভিনেত্রী নুসরাত ফারিয়া উপস্থিত ছিলেন।
আরিফিন শুভ বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করতে পেরে ও দর্শকের প্রতিক্রিয়া দেখে উচ্ছ্বসিত হয়ে বলেন, চলচ্চিত্রটির মাধ্যমে তিনি মুজিবের জীবন ও কর্ম ফুটিয়ে তুলেছেন, যা সবার হৃদয় ছুঁয়ে যাবে এবং বিশ্বের সব মানুষকে অনুপ্রাণিত করবে। অভিনেত্রী নুসরাত ফারিয়া ছবিটির প্রদর্শনীতে সবার ইতিবাচক সাড়া পেয়ে ধন্যবাদ জানান।
- বুইড়া বয়সে মনে এতো জ্বালা কেনো: মৌসুমী
- ‘হ্যাঁ, আমি বিবাহিত: দীঘি
- পদ্মা সেতুকেও ছাড়লোনা হিরো আলম!
- পদ্মা সেতু নিয়ে গান ও সিনেমা
- ‘ফ্রড-দ্য বাটপার’-এ নাম লেখালেন ববি
- বাদাম বিক্রি অতীত, গান গেয়েই বাড়ি, গাড়ি আর আইফোন ১৩ হাতে পেয়ে গেলেন বাদাম কাকু
- কৃষ্ণাঙ্গ মডেলের সঙ্গে শ্রাবন্তী, নেটিজেনদের ভিন্ন ইঙ্গিত
- শ্রাবন্তীর চার নম্বর হবু বরকে মেনে নিলো পরিবার
- জঙ্গলে বেবি বাম্প নিয়ে পরীমনি
- ইতিহাস রচনা করেছেন অভিনেত্রী বাঁধন