ঢাকা, শনিবার   ০৭ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৩ ১৪৩১

ছড়া : লাল-সবুজের দেশ

নিউজ ডেস্ক

প্রকাশিত: ১৩:০১, ১ সেপ্টেম্বর ২০২৪  

ছড়া : লাল-সবুজের দেশ

ছড়া : লাল-সবুজের দেশ

লাল-সবুজের দেশ

নীলাকাশ মেঠোপথ সবুজের মেলা
চেয়ে থাকি অবিরাম কেটে যায় বেলা,
পাখিরাও নেচে নেচে গেয়ে যায় গান
মিষ্টি সুরের তালে নেচে ওঠে প্রাণ।

মাঝিরাও গান গেয়ে খেয়া করে পার
বাদুরেরা জেগে ওঠে নামলে আঁধার,
মিটিমিটি জ্বলে তারা আকাশজুড়ে
প্যাঁচাটাও ডাক দেয় বসে অদূরে।

ভোর হলে ফুটে ওঠে রক্তিম রবি
দুখিনী মায়ের চোখে বাংলার ছবি,
এইখানে স্বপ্নের হয় না’কো শেষ
লাল-সবুজের যে সোনার স্বদেশ।

****

সর্বশেষ
জনপ্রিয়