চ্যাটজিপিটির মতো চ্যাটবট আনল মেটা, নাম ‘লামা’
নিউজ ডেস্ক

চ্যাটজিপিটির মতো চ্যাটবট আনল মেটা, নাম ‘লামা’
ওপেন এআই-এর উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটজিপিটির মতো চ্যাটবট আনলো ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। সোশ্যাল মিডিয়া জায়ান্টটির উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তার নাম লামা (Llama 2)।
এআই মডেল ‘লামা’ যেকোনো প্রশ্নের উত্তর দিতে সর্বোচ্চ ১ মিনিট পর্যন্ত সময় নেয়। যদিও এটি এখনই দ্রুততম মডেল নয়, কারণ যখন ব্যবহারকারীর সংখ্যা বাড়ে, তখন এটি লোড হয়। এই কারণে এটি একটু ধীর হয়ে যায়।
এটি একটি ওপেন সোর্স নেক্সট জেনারেশন লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল, বিশেষ করে ব্যবসা এবং গবেষণার জন্য এটি তৈরি করা হয়েছে। মেটা দাবি করছে, লামা ২ এর আগের ভার্সনের তুলনায় ৪০ শতাংশ বেশি ডেটা রয়েছে। মেটার নতুন এই চ্যাটবট ব্যবহৃত হচ্ছে অ্যামাজন ওয়েব সার্ভিস এবং হাগিং ফেস।
মেটা জানিয়েছে, তাদের উদ্ভাবিত এ আই মডেল সর্বোচ্চ ১ মিনিটের মধ্যে যেকোনো প্রশ্নের উত্তর দিতে পারে। যদিও এটি এখনকার সময়ের দ্রুততম চ্যাটবট সার্ভিস নয়। তবে শিগগিরই এর কাজের গতি বাড়বে বলে আশাবাদী মেটা।বর্তমানে লামার ৭০ বিলিয়ন প্যারামিটার রয়েছে।
- ফোনে বিজ্ঞাপন আসা বন্ধ করবেন যেভাবে
- এআই চ্যাটবট কি চাকরি কেড়ে নেবে?
- টিকটককে টেক্কা দিতে ফেসবুক ও ইনস্টাগ্রামে নতুন টুল
- যেভাবে টিকটকে পণ্য বিক্রি করবেন
- বিশেষ জুতা পরে চলাচল করতে পারবেন দৃষ্টিপ্রতিবন্ধীও!
- নতুন সব ফিচার সরিয়ে নিচ্ছে হোয়াটসঅ্যাপ
- যেভাবে আয় করতে পারবেন হোয়াটসঅ্যাপে
- যে উপায়ে বিজ্ঞাপন ছাড়া ইউটিউব দেখবেন
- যেভাবে বুঝবেন আপনার ফোন হ্যাক হয়েছে
- সব মোবাইল কোম্পানি ফেরত দেবে অব্যহৃত ডেটা: বিটিআরসি