গৃহকর সহনশীল পর্যায়ে এনেছি : রেজাউল করিম
নিউজ ডেস্ক

গৃহকর সহনশীল পর্যায়ে এনেছি : রেজাউল করিম
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, আমি দায়িত্ব গ্রহণের পর দেখলাম গৃহ করের ভ্যালুয়েশন নিয়ে জনগণ আতঙ্কিত হয়ে পড়েছে। দায়িত্ব নিয়েই জনগণকে করের বোঝা থেকে মুক্তি দিতে প্রতিটি ট্যাক্স সার্কেলে গণশুনানির আয়োজন করেছি। জনগণের বক্তব্য শুনে, যাচাই করে আপিল করা করদাতাদের গৃহকর সহনশীল পর্যায়ে এনে দিয়েছি।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) নগরের লালদিঘী চসিক লাইব্রেরি ভবনে আয়োজিত করমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র রেজাউল করিম বলেন, নগরের চলমান উন্নয়ন প্রবাহকে সচল রাখতে রাজস্ব আদায় বাড়ানোর চেষ্টা করছি। তবে ব্যক্তির ওপর করের বোঝা কমাতে করজালের আওতা বৃদ্ধির কৌশল নেওয়া হয়েছে। যারা কর ফাঁকি দেয় তাদের করের আওতায় এনে সাধারণ নাগরিকদের ছাড় দেওয়া হচ্ছে।
সভাপতির বক্তব্যে চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম বলেন, করদাতাদের সঙ্গে চসিকের রাজস্ব বিভাগের কর্মীদের আচরণের ক্ষেত্রে সংবেদনশীল হতে হবে। মনে রাখতে হবে আপনারা চসিকের অ্যাম্বাসেডরের ভূমিকা পালন করেন। আপনাদের আচরণের ওপর চসিকের ভাবমূর্তি নির্ভর করছে। ইতোমধ্যে রাজস্ব আদায় বাড়াতে আমরা সেরা করদাতাদের পুরস্কৃত করেছি। এ ধরনের সৃজনশীল পদক্ষেপের মাধ্যমে চসিককে স্বনির্ভর করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর জহর লাল হাজারী এবং নীলু নাগ। আরও উপস্থিত ছিলেন কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, হাজী নুরুল হক, রুমকি সেনগুপ্ত, প্রধান রাজস্ব কর্মকর্তা নজরুল ইসলাম, মেয়রের একান্ত সচিব আবুল হাশেম ও কর কর্মকর্তা মো. সেলিম উদ্দিন শিকদার।
- শেরপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ করে সফলতা
- ঈদের আগেই উদ্বোধন হবে ঝালকাঠির কচুয়া-বেতাগী ফেরি
- বড়শিতে ধরা পড়ল ৩০ কেজির কাতল
- শেরপুরে ‘কালো ধান’ চাষ করে সফল উদ্যোক্তারা
- নেত্রকোণার পূর্বধলা উপজেলাকে “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত
- দেশের চাহিদা পূরণে সক্ষম ময়মনসিংহের ফুলবাড়িয়ার হাতে তৈরি লাল চিনি
- ময়মনসিংহ সেরা সাংবাদিক সম্মাননা পেলেন মোঃ রইছ উদ্দিন
- কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাদকবিরোধী ১৮ কিলোমিটার পদযাত্রা
- শেরপুরে একই পরিবারের ৭ জনই গ্রহণ করেছেন ইসলাম ধর্ম
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাজার মনিটরিং শুরু