ঢাকা, মঙ্গলবার   ০৩ অক্টোবর ২০২৩ ||  আশ্বিন ১৭ ১৪৩০

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০:২৪, ১৯ সেপ্টেম্বর ২০২৩  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা সিটিতে চারজন এবং ঢাকা সিটির বাইরে তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৮৪৬ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে তিন হাজার ২৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা শহরে ৮৪৯ জন এবং শহরের বাইরে দু’হাজার ১৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

সর্বশেষ
জনপ্রিয়