কিশোরগঞ্জ জেলার বাজিতপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত
অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত
‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নের-উদ্ভাবনের স্থানীয় সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের বাজিতপুরে নানা আয়োজনে প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় শোভাযাত্রার মাধ্যমে দিবসটি শুরু হয়।
বেলা ১১টায় তিন দিনব্যাপী জাতীয় স্থানীয় সরকার উন্নয়ন মেলা পরিদর্শন করেন অতিথিরা। পরে উপজেলা পরিষদের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামীম হুসাইনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রকিবুল হাসান শিবলী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গোলনাহার ফারুক।
এ সময় পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ আকন্দ, উপজেলা প্রকৌশলী বনি আমিন, পৌরসভার সহকারী প্রকৌশলী মো. নওশাদ আলম, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুল আলম, জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, উপ-সহকারী প্রকৌশলী দেবজিত চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
এতে অন্যদের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরগণ এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
- শেরপুরে প্রথমবারের মতো ‘ব্ল্যাক রাইস’ চাষ করে সফলতা
- ঈদের আগেই উদ্বোধন হবে ঝালকাঠির কচুয়া-বেতাগী ফেরি
- বড়শিতে ধরা পড়ল ৩০ কেজির কাতল
- শেরপুরে ‘কালো ধান’ চাষ করে সফল উদ্যোক্তারা
- নেত্রকোণার পূর্বধলা উপজেলাকে “ক” শ্রেনীর ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার লক্ষ্যে যৌথ সভা অনুষ্ঠিত
- দেশের চাহিদা পূরণে সক্ষম ময়মনসিংহের ফুলবাড়িয়ার হাতে তৈরি লাল চিনি
- ময়মনসিংহ সেরা সাংবাদিক সম্মাননা পেলেন মোঃ রইছ উদ্দিন
- কিশোরগঞ্জ পাকুন্দিয়ায় মাদকবিরোধী ১৮ কিলোমিটার পদযাত্রা
- শেরপুরে একই পরিবারের ৭ জনই গ্রহণ করেছেন ইসলাম ধর্ম
- রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বাজার মনিটরিং শুরু