কবিতা: বলতে চাই, ভালোবাসি
লাকি জাদু

ছবি: সংগৃহীত
এক গোধূলিবেলায়—
তোমার হাতে হাত রেখে
সর্বোচ্চ চিৎকারে গলা ছেড়ে
বলতে চাই—ভালোবাসি।
কোন এক পাহাড়ের চূড়ায়,
না হয় সমুদ্র তটে—
অথবা গহীন অরণ্যে,
প্রচণ্ড আবেগে জরানো স্বরে
বলতে চাই—ভালোবাসি।
মায়াকানন এখানে
দীর্ঘশ্বাসে প্রতিক্ষণে শুধু একটাই সুর
বেজে বারংবার প্রতিধ্বনি—
ভালোবাসি।
শরতের সাদা মেঘ ভেসে যাওয়া
বিশাল আকাশের নিচে,
খোলা চুলের মৃদু দোলে
তোমার পানে দুহাত খুলে,
প্রচণ্ড চিৎকারে
বলতে চাই—ভালোবাসি।
যান্ত্রিকতায় ক্লান্ত যখন
অবসাদের খোঁজে
এক পলক দেখার জন্য
তোমায় পেলে ক্লান্ত স্বরে—
ফিসফিসে কানের কাছে গিয়ে
বলতে চাই—ভালোবাসি।
শিল্প ও সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
- কবিতা: চলে যাওয়া মানে প্রস্থান নয়
- একটা স্কুল মাঠের গল্প
- ‘অদম্য বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশের রূপকল্প’
- কবি শামসুর রাহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৯৬তম জন্মদিন আজ
- ভয় নয়, কাজ দিয়ে করোনা জয়
- নিউইয়র্ক বাংলা বইমেলার উদ্বোধন আজ
- অপেক্ষা
- যুদ্ধ ও শৈশব: বিজয়ের ইতিহাস
- আইনের প্রবেশদ্বারের সামনে
সর্বশেষ
জনপ্রিয়