একাদশে ভর্তি : দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ
নিউজ ডেস্ক

একাদশে ভর্তি : দ্বিতীয় ধাপে আবেদন শুরু আজ
একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ মঙ্গলবার।বৃহস্পতিবার রাত ১১টা পর্যন্ত এ ধাপে আবেদনের সুযোগ পাবেন শিক্ষার্থীরা। মোবাইল ব্যাংকিংয়ে ১৫০ টাকা ফি পরিশোধ করতে হবে।গতকাল সোমবার আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপেও একজন শিক্ষার্থী সর্বনিম্ন পাঁচটি এবং সর্বোচ্চ ১০টি কলেজে পছন্দক্রমে দিতে পারবেন। এ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে আগামী ১৬ সেপ্টেম্বর। ১৭ ও ১৮ সেপ্টেম্বর নির্বাচন নিশ্চায়নের সুযোগ পাবেন দ্বিতীয় ধাপে নির্বাচিতরা।
এদিকে প্রথম ধাপে আবেদন না করা ৩ লাখ ৮০ হাজার শিক্ষার্থী এ ধাপে আবেদন করতে পারেন। আবার প্রথম ধাপে আবেদন করেও কলেজ পাননি জিপিএ-৫ পাওয়া প্রায় সাড়ে ৮ হাজার শিক্ষার্থী। তারাও এ ধাপে আবেদন করবেন। এছাড়া প্রথম ধাপে পছন্দের কলেজ পেয়েও নিশ্চায়ন না করা শিক্ষার্থীদেরও এ ধাপে আবার আবেদন করতে হবে।২০ ও ২১ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ের আবেদন নিয়ে ২৩ সেপ্টেম্বর ফল প্রকাশ করা হবে। আগামী ২৪ ও ২৫ সেপ্টেম্বর তৃতীয় ধাপের নির্বাচন নিশ্চায়ন চলবে। আর ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৫ অক্টোবর পর্যন্ত শিক্ষার্থীদের ভর্তি চলবে। ক্লাস শুরু হবে ৮ অক্টোবর।এ বছর সর্বোচ্চ ভর্তি ফি ৮ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ভর্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো পরীক্ষা নেয়া হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে ভর্তি করা হবে।
গত ২৮ এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে পাস করেন ১৬ লাখ ৪১ হাজার শিক্ষার্থী। এছাড়া ফল পুনঃনিরীক্ষণের আবেদন করে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী পাস করেছেন। অন্যদিকে সারাদেশে একাদশ শ্রেণিতে আসন রয়েছে প্রায় ২৬ লাখ।
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম.ফিল. প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান
- একাদশে ভর্তির চতুর্থ ধাপের আবেদন শুরু, নতুন নির্দেশনা
- প্রাথমিকের বৃত্তির সংশোধিত ফল আজ
- জেনে নিন কোন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কবে
- ২৬৮৮ শিক্ষক ও কর্মচারীর চাকরি সরকারি হচ্ছে
- প্রাথমিকে শিক্ষক নিয়োগ: ভাইভা শুরু ১২ জুন
- ২০২৩ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস প্রকাশ
- বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকানোর আগেই সুমাইয়া হয়ে গেলেন সহকারী জজ!
- প্রাথমিকে শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল অক্টোবরে
- এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ড চেয়ারম্যান যা বললেন