আল নাসের থেকেই অবসরে যাবেন রোনালদো?
স্পোর্টস ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদো
সম্প্রতি সৌদি প্রো লিগের ক্লাব আল নাসেরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। নতুন দলের সঙ্গে তার চুক্তিটা আড়াই বছরের। ইউরোপ দাপিয়ে বেড়ানো এই খেলোয়াড় ক্যারিয়ারের অবশিষ্ট সময় সেখানেই থাকবেন বলে আশা ক্লাবটির।
রিয়াদভিত্তিক ক্লাবের সঙ্গে গত ডিসেম্বরের শেষ দিকে বার্ষিক ২০ কোটি ডলারে আড়াই বছরের চুক্তি করেন রোনালদো। ক্লাবটির সঙ্গে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালে, তখন রোনালদোর বয়স হবে ৪০। ওই সময় তার অবসরের প্রত্যাশা বাড়াবাড়ি নয়।
তবে ফিটনেস সচেতন এই ফরোয়ার্ড আরও কয়েক বছর যে খেলা চালিয়ে যাবেন না, তা উড়িয়ে দেওয়া যায় না। সেটাও মাথায় আছে আল নাসেরের। তাই চুক্তির মেয়াদ বাড়ানোর পথও খোলা রাখছে তারা।
এক কথায়, তাদের ক্লাবেই রোনালদো অবসর নেবেন, এটাই চায় আল নাসের। ক্লাবটির বিভিন্ন সূত্রে এই সম্ভাবনার কথা জানিয়েছে ফুটবল বিষয়ক শীর্ষস্থানীয় ওয়েবসাইট ইএসপিএন।
- সোমবার টিভিতে যত খেলা
- সেই ৮০টি সিম নিলামে তুলছেন নাসির!
- ‘সেদিন তাইজুলের কারণে আমরা বেঁচে গিয়েছিলাম’
- লিভারপুলকে শিরোপা না দেয়া হবে অবিচার
- হতাশ নেইমার, চ্যাম্পিয়ন বায়ার্ন
- শিরোপাজয়ী ইনিংসের ব্যাটটি নিলামে তুলছেন মোসাদ্দেক
- দেশের নারী ক্রিকেটে আসছে রদবদল
- নড়াইলে চুপিসারে অসচ্ছল এক হাজার ক্রীড়াবিদের পাশে মাশরাফী
- বার্সাই চায় না মেসি থাকুক!
- আজ যত খেলা টিভিতে দেখবেন