`আই অ্যাম ব্যাক` বলে ফেসবুক ও ইউটিউবে ফিরলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত
দুই বছরের নির্বাসন কাটিয়ে ফের সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মে ফিরেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গতকাল শুক্রবার (১৭ মার্চ) ট্রাম্পের ফেসবুক ও ইউটিউবের অ্যাকাউন্ট পুনরায় চালু করা হয়েছে।
২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটলে হামলার ঘটনার পরই বন্ধ করে দেওয়া হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্ট। সেই সময় অভিযোগ করা হয়েছিল, মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের জয়ের পর রিপাবলিকান সমর্থকদের ক্যাপিটলে হামলা চালানোর জন্য উসকে ছিলেন ট্রাম্প। এই অভিযোগে তার বিরুদ্ধে হামলাও দায়ের করা হয়।
দুই বছরের নির্বাসন কাটিয়ে পুনরায় ট্রাম্পের ফেসবুক ও ইউটিউব অ্য়াকাউন্ট চালু হতেই, দুই সোশ্যাল মিডিয়া প্ল্য়াটফর্মেই একটি লাইনের পোস্ট করা হয়, তাতে লেখা ‘আই অ্য়াম ব্যাক’।
ডোনাল্ড ট্রাম্পের পেজেও একটি ভিডিও পোস্ট করা হয়। তাতে প্রথমে ২০১৬ সালে তিনি যখন হিলারি ক্লিনটনের বিরুদ্ধে লড়েছিলেন, সেই দৃশ্য় দেখা যায়। এরপরেই সেই দৃশ্য মিলিয়ে গিয়ে স্ক্রিনে ভেসে ওঠে ‘ট্রাম্প ২০২৪’ লেখা। ওই ভিডিওয় ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘সরি টু কিপ ইউ ওয়েটিং’ (অপেক্ষা করানোর জন্য় ক্ষমাপ্রার্থী)।
উল্লেখ্য, চলতি বছরের শুরুতেই মেটা প্ল্য়াটফর্মের পক্ষ থেকে জানানো হয়েছিল, সাবেক মার্কিন প্রেসিডেন্টের ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে, এই অ্য়াকাউন্টগুলি পুনরায় চালু করে দেওয়া হবে।
ইউটিউবের পক্ষ থেকেও শুক্রবার ট্রাম্পের অ্যাকাউন্টের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এর আগে গত বছরের নভেম্বর মাসে টুইটারের মালিকানা বদলের পর ইলন মাস্ক একটি ওপিনিয়ন পোল তৈরি করে টুইটার ব্য়বহারকারীদের কাছে জানতে চান, ডোনাল্ড ট্রাম্পের উপর থেকে নির্বাসন তুলে নেয়া উচিত কি না। ওপিনিয়ন পোলে বেশি শতাংশ ভোট ট্রাম্পের উপর থেকে ব্য়ান তুলে নেয়ার পক্ষেই দেওয়া হয়। তবে নির্বাসন তুলে নেয়ার পর থেকে এখনও অবধি ট্রাম্প কোনও টুইট করেননি।
- আমিরাতে লটারিতে ৪৮ কোটি টাকা জিতলেন বাংলাদেশি আরিফ
- করোনার তাণ্ডবে প্রাণ গেল ২ লাখ ১১ হাজার মানুষের
- হেঁচকা টানে শ্বশুরের অণ্ডকোষ ছিড়লো ছেলের বউ!
- সোনিয়া গান্ধীর হাতেই থাকছে কংগ্রেসের নেতৃত্ব
- সারাবিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১১ হাজার
- শক্তিশালী ঘূর্ণিঝড় আম্ফানের তাণ্ডব শুরু আজ থেকেই
- মার্কিন-ইসরায়েলি ষড়যন্ত্র রুখতেই হামাসের সঙ্গে সমঝোতা: ফাতাহ
- দক্ষিণ কোরিয়ার সাফল্যের রহস্য কী
- ভারতে ৩ কিলোমিটার দীর্ঘ পঙ্গপালের ঝাঁক, সতর্কতা জারি
- যুক্তরাজ্যে ঈদ: মহামারি পরিস্থিতিতে বিশ্ববাসীর নিরাপত্তা চেয়ে দোয়া